‘আদিবাসী নারীদের উপর সংঘটিত অপরাধ থেকে রক্ষা ও দায়ীদের বিচার নিশ্চিত করতে রাষ্ট্র ব্যর্থ হযেছে’- সিএইচটি কমিশন

Untitled-
 
পার্বত্যনিউজ রিপোর্ট:
পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশন বলেছে, অন্য যেকোনো সময়ের চেয়ে এখন পাহাড়ে নারীর প্রতি সহিংসতা অনেক বেড়েছে। পাশাপাশি ক্ষুদ্রজাতির প্রতি সহিংসতাও বাড়ছে। নিরাপত্তা বাহিনী এসব ক্ষেত্রে অনেকটাই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মঙ্গলবার কমিশনের সংবাদ বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন কমিশনের কো-চেয়ারম্যান অ্যাভোকেট সুলতানা কামাল, এরিক এভিবারি(যুদ্ধাপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি সহযোগিতা  ও প্রচারণায় জামায়াত নিযুক্ত আইনশাখার প্রধান) ও এলসা স্টামটোপোলো।
সংবাদ বিবৃতিতে পাহাড়িদের মৌলিক মানবিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি নারীর প্রতি সহিংসতা রোধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এতে উল্লেখ করা হয়, গত ১৫ ফেব্রুয়ারিতেই সাবিতা চাকমা (৩০) নামে একজন পাহাড়ি নারীকে ধর্ষণের পর  করা হয় খুন। এ ঘটনায় পুরো পাহাড়ে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ।
বিবৃতিতে বলা হয়, কমিশন গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে, পার্বত্যাঞ্চলে পাহাড়ি নারীর ওপর একের পর এক সহিংস আক্রমণ, ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেই চলেছে। অধিকাংশ ক্ষেত্রে এসব ঘটনার জন্য পাহাড়ে অভিবাসিত বাঙালি ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা জড়িত। বেশির ভাগ ক্ষেত্রে মামলা হলেও প্রধান আসামিদের গ্রেপ্তার ও বিচার করা হয় না। আবার অভিযোগ রয়েছে, কয়েকটি ক্ষেত্রে মামলা দায়ের না করতেও ভুক্তভোগিদের হুমকি দেওয়া হয়েছে।
‘‘আদিবাসী নারীদের উপর সংঘটিত অপরাধ থেকে রক্ষা ও দায়ীদের বিচার নিশ্চিত করতে রাষ্ট্র ব্যর্থ হযেছে জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রামে বিপুল পরিমাণ নিরাপত্তা বাহিনীর উপস্থিতি সত্ত্বেও তারা এ ধরণের আক্রমন প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে। প্রকৃতপক্ষে সামরিক বাহিনী, রাজনৈতিক দল ও আমলাতন্ত্র সফলভাবে একটি দায়মুক্ত অঞ্চল তৈরী করেছে এ ধরণের আক্রমণ সংগঠনে এবং আদিবাসীদের প্রতি এ ধরণের অপরাধের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়ার প্রতি আদিবাসী জনগোষ্ঠী আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে।’’  বিবৃতিতে আরো বলা হয়েছে, বর্তমান সরকার পার্বত্য চুক্তি স্বাক্ষর করলেও তা বাস্তবায়নে এবং ‘আদিবাসীদের’ উপর আক্রমণ প্র্রতিরোধে ব্যর্থ হযেছে ও সারাদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে। এ ধরণের আক্রমণ এর সরকারের দায়মুক্তি সংস্কৃতির আরেকটি দৃষ্টান্ত বলে দাবী করে বিবৃতিতে অবিলম্বে সাবিতা চাকমার হত্যাকারীদের গ্রেপ্তর ও শাস্তিদানের দাবি জানানো হয়।
 

 

Press Statement
The International Chittagong Hill Tracts Commission condemns killing of indigenous
woman; calls upon the Government to ensure justice and effectively challenge
continued impunity by providing exemplary punishment to the perpetrators
Dhaka: February 18, 2014. The International Chittagong Hill Tracts Commission
(CHTC) condemned killing of an indigenous woman in Khagrachari on February 15. The
Commission called upon the Government to afford justice to the victim and her family
by ensuring exemplary punishment to those guilty. Expressing grave concern over
continued impunity in cases of violence against indigenous women in CHT, the
Commission called upon the Government to undertake immediate and effective
measures to stop such violation of basic rights of the indigenous people including
right to life.
On February 15, 2014, a 30-year-old indigenous woman Sabita Chakma was allegedly raped
and murdered by a group of settlers at Chengi Char area of Kamalchari Union under
Khagrachari Sadar Upazila of Khagrachari district in the Chittagong Hill Tracts (CHT). Sabita was
attacked when she went to the nearby Chengi River to collect fodder for cattle in the morning.
When she had not returned by lunch time her husband along with some villagers went to look
for her and found her disrobed dead body at 17:30 in a field near Chengi Char. It is suspected
that day-labourers who were collecting sand onto a truck near the field where her body was
found may have killed Sabita Chakma. Sabita’s husband, Debaratan Chakma, filed a case at the
Khagrachari Police Station against truck driver Mohammad Nizam and four others and police
took the dead body to Khagrachari Sadar Hospital that evening for autopsy.
The CHTC condemns this attack and asserts that this is not an isolated attack on an indigenous
woman in post-Accord CHT. Violence against indigenous women, including sexual harassment,
intimidation, rape and murder sexual assault against indigenous women occur with frightening
regularity in the CHT, marred by impunity to settlers and security forces. It has been learned
that in this case, Debaratan Chakma was threatened into not filing a case. This is also not
unheard of in case of other indigenous victims of violence in the area.
The state has failed to prevent the
and also failed to bring the perpetrators to justice.
security forces in the CHT they have failed to protect indigenous people from such attacks.
fact, the military, political parties and the bureaucracy
complete impunity for such attacks and
justice mechanism in cases of attacks on indigenous people
Accord in 1997 has been in power since January 2009 but has failed to implement the
and prevent violence against indigenous people and protect the rights of the minority
communities all over the country. This attack is just
Government to stop this culture of impunity.
We hope that justice will be speedily served
perpetrators will be convicted for
On behalf of the CHT Commission
Eric Avebury Sultana Kamal
Co-chair of the Co
CHT Commission CHT Commission
d attacks against indigenous women even after the Accord
Despite having such heavy presence of
he have successfully created a state of
indigenous communities lost confidence in the formal
people. The Government which signed the
another expression of the failure of this
e for the murder of Sabita Chakma and the
such a ghastly act.
ssion
Elsa Stamatopoulou
-chair of the Co-chair of the
CHT Commission
In
vernment Accord

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন