ইউ মেংলং মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ

fec-image

জনপ্রিয় গায়ক ও অভিনেতা ইউ মেংলং মারা গেছেন। মাত্র ৩৭ বছর বয়সে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তার। যদিও পুলিশ নিশ্চিত করেছে, ঘটনাটি আত্মহত্যা নয় এবং এর সঙ্গে কোনো অপরাধ জড়িত নয়। তবে মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

গত বৃহস্পতিবার চীনের বেইজিংয়ে এক ভবন থেকে পড়ে এই তারকা প্রাণ হারান। খবরটি প্রকাশ্যে আসতেই শোকের আবহ নেমে এসেছে চীনসহ পূর্ব এশিয়ার বিনোদন অঙ্গনে।

একটি বিবৃতির মাধ্যমে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইউ মেংলং-এর টিম। বিবৃতিতে বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় মেংলং ১১ সেপ্টেম্বর এক ভবন থেকে পড়ে মারা গেছেন। পুলিশ ইতোমধ্যে জানিয়েছে এটি কোনো অপরাধমূলক ঘটনা নয়। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং আশা করছি প্রিয়জনেরা তাকে ভালোবাসায় স্মরণ করবেন।

স্থানীয় সূত্র জানায়, মৃত্যুর কয়েকদিন আগে বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন ইউ। ৯ সেপ্টেম্বর রাতে বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়ার পর ১১ সেপ্টেম্বর ভোরে তিনি ঘুমাতে যান এবং কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। পরদিন সকালে বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে বাইরে বের হন। তখনই নিচে ইউ মেংলং-এর মরদেহ পড়ে থাকতে দেখে এক প্রতিবেশী পুলিশে খবর দেন।

উল্লেখ্য, জনপ্রিয় সিরিজ ‘এটারনাল লাভ’ এবং ‘গো প্রিন্সেস গো’–এর প্রধান চরিত্রে অভিনয় করে বিপুল খ্যাতি অর্জন করেছিলেন ইউ মেংলং। তার আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ভক্ত ও সহকর্মীরা; সামাজিক মাধ্যমে শোকবার্তা জানাচ্ছেন তারা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: চীন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন