ঈদগাঁওয়ে মোবাইল ট্র্যাকিং করে ডাকাত গ্রেফতার


কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ ডাকাতির ঘটনায় লুটকৃত মোবাইল ট্র্যাকিং করে রমজান নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে ।সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ডাকাত উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বোয়ালখালী এলাকার নুরুল আলমের ছেলে।
পরবর্তী গ্রেফতার ডাকাতকে ছাড়িয়ে নিতে একটি চিহ্নিত চক্র মোটা অংকের টাকা নিয়ে জোর তদবির শুরু করে। এ সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ডাকাতি, অপহরণ ও ছিনতাইয়ের অতিষ্ঠ উপজেলা জুড়ে নিন্দার ঝড় উঠে। অবশেষে ওসি ফরিদা ইয়াসমিনের অনড় অবস্থানের কারণে দালালরা ব্যর্থ হয়।
উপজেলাবাসীর দাবি, আটক ডাকাতকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে অন্য ডাকাতদের সহজেই আইনের আওতায় আনা যাবে। তারা আরো জানান, অতীতে যারা ওসি হিসেবে দায়িত্বে ছিলেন, তারা চুরি, ডাকাতি ঠেকাতে ব্যর্থ হয়েছেন। ওসি ফরিদা ইয়াসমিন যোগদানের দুই সপ্তাহের মধ্যে অপরাধ দমনে একের পর এক সাহসী পদক্ষেপ গ্রহণ করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
ওসি ফরিদা ইয়াসমিন জানান, ডাকাতির ঘটনায় লুটকৃত মোবাইল অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ট্রেকিং করে এ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য ডাকাতদেরও অচিরেই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ভোর রাতে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব নাপিতখালী পুরাতন ডুলাফকির রাস্তার মাথা সংলগ্ন বাংলালিংক টাওয়ার এলাকার ২ বসতবাড়িতে ডাকাতি সংঘটিত হয়।