ঈদগাঁও নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করল উপজেলা প্রশাসন


কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও নদীর বুক দখল করে অবৈধভাবে নির্মিতব্য অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে এ অভিযান পরিচালিত হয়।
কক্সবাজার সদর সহকারী কমিশনার ভূমি (অতিরিক্ত দায়ীত্ব) ঈদগাঁও উপজেলা শারমিন সুলতানার নেতৃত্বে পরিচালিত অভিযানে নদীর বুক দখল করে নির্মিতব্য অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে তাতে লাল পতাকা টাঙিয়ে দেয় প্রশাসন। এসময় তিনি জড়িতকে সতর্ক করে আগামীতে এ অপরাধে জড়ালে আইনী ব্যবস্থা নেয়া হবে জানান।
এসময় তাকে সহযোগিতা করেন ঈদগাঁও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আবদুল জব্বার ও থানার পুলিশ সদস্যরা।
ঘটনাপ্রবাহ: ঈদগাঁও, কক্সবাজার
Facebook Comment