উখিয়ার শফিউল্লাহকাটা এলাকায় পর্যটকবাহী গাড়িতে ডাকাতদলের ঢিল নিক্ষেপ: আহত-৪

fec-image

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার পালংখালী শফিউল্লাহকাটা নামক এলাকায় মুখোশধারীরা কক্সবাজারগামী একটি পর্যটকবাহী গাড়ি (সরাসরি স্পেশাল-কক্স-জ-১১-০২১৮) গতিরোধ করার চেষ্টা করলে দ্রুত গতিতে বাসটি চলে যাওয়ার সময় তারা ঢিল নিক্ষেপ করে, তখন গাড়ীতে থাকা ছেলে-মেয়েসহ ৪জন পর্যটক আহত হয়। তাৎক্ষনিক আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। আহতরা উখিয়ার এক প্রাইভেট ক্লিনিক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ নিয়ে থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

গাড়ীর ড্রাইভারের সাথে কথা বলে জানাগেছে, টেকনাফ থেকে পর্যটক নিয়ে কক্সবাজার আসার সময় পালংখালী ইউনিয়নের শফিউল্লাহকাটা-১৬নং ক্যাম্পের পাশে পৌঁছলে মুখোশধারী কিছু অজ্ঞাত লোক গাড়ি গতিরোধ করার জন্য সংকেত দিলে আমি তাদের অবস্থা বেগতিক দেখে দ্রুত গতিতে চলে আসার সময় তারা গাড়ীতে ঢিল নিক্ষেপ করে। এসময় শিশুসহ ৪জন পর্যটক আহত হয়েছে। আমি বিষয়টি আইনশৃঙ্খলাবাহিনীসহ পরিবহন সংগঠনে অবহিত করেছি। এ ঘটনায় উখিয়া থানায় একটি অভিযোগ দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

তিনি আরও বলেন, মুখোশধারীরা ডাকাতির উদ্দেশ্যে হয়তো গাড়িটি গতিরোধ করার চেষ্টা করেছে। যাত্রীরা সেন্টমার্টিন থেকে কক্সবাজার যাচ্ছিল।

মু্খােশধারীরা রোহিঙ্গা কি না সে নিশ্চিত করে বলতে না পারলেও যেহেতু সন্নিকটে রোহিঙ্গা ক্যাম্প সেজন্য রোহিঙ্গা ছাড়া কেউ এই কাজ করার সাহস করবেনা বলে সে জানায়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল মনসুর বলেন, রাত (৯.৪০ মিনিট) পর্যন্ত এ ধরনের কোন অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আহত, ডাকাতদলের ঢিল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন