উখিয়ায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

fec-image

কক্সবাজারের উখিয়ার উপকূলীয় এলাকা ইনানীতে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

বাংলাদেশ মৎস্য অধিদপ্তর ২২ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় পর্যটন নগরী উখিয়ার ইনানীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে (১৬ জুলাই) জালিয়াপালংয়ের ইনানী মোহাম্মদ শফির বিল নৌঘাটে কোস্ট গার্ডের প্রধান মো. রুবেলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করে দেয়া হয়।

সত্যতা নিশ্চিত করে কোস্ট গার্ডের প্রধান মোহাম্মদ রুবেল জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জালিয়াপালংয়ের ইনানীর শফিরবিল নৌঘাটে অভিযান পরিচালনা করেছে কোস্টগার্ড। এসময় তারা ৫০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করতে সক্ষম হয়। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকারও অধিক।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন