কক্সবাজারে করোনায় ২ জনের মৃত্যু

fec-image

করোনা আক্রান্ত হয়ে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগীর মৃত্যু হয়েছে। একজনের নাম শামসুল আলম (৬৫)। তিনি উখিয়ার বাসিন্দা। অপরজন সদরের লায়লা বেগম (৭০)। শামসুল আলম গত দুইদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। রেডজোন-২তে ভর্তি ছিলেন লায়লা বেগম। তবে, এই দুইজনের কেউ করোনার টিকা নেয়নি।

কক্সবাজার সিভিল সার্জন অফিস থেকে সোমবার (২৩ আগষ্ট) প্রচারিত ‘করোনা রোগীর পরিসংখ্যানে’ এ তথ্য জানা গেছে।

তাদের প্রতিবেদন মতে, কক্সবাজার জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে সদরে সর্বোচ্চ ১১০ জনসহ মোট ২৫৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর তালিকায় দ্বিতীয় অবস্থানে উখিয়ায় ৪৭ জন।

এছাড়া চকরিয়া ৩০, পেকুয়া ১০, কুতুবদিয়া ৪, মহেশখালী ৬, রামু ২০ এবং টেকনাফে ২৬ জন মারা গেছে।

সোমবার (২৩ আগষ্ট) পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবের পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২১,১৯০ জনের। সেখানে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৯ জন। র‍্যাপিড এন্টিজেন টেস্ট ১০৪ জনে পজিটিভ হয়েছে ১৪ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়েছে ১৯,২৭১ করোনা রোগী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন