করোনায় নাইক্ষ্যংছড়িতে দোকান খোলার দিন থেকেই মনিটরিং করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

fec-image

সরকার ঘোষিত করোনাকালে আংশিক দোকানপাট খোলাসহ করোনা মহামারীর দূর্যোগে সরকারের বিধি-নিষেধে মাঠ পর্যায়ে মনিটরিং এ নেমেছে উপজেলা প্রশাসন।

রোববার(১০ মে) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এ টিম অভিযান পরিচালনা করেন উপজেলার বাইশারী বাজার ও খোলা মাঠে বসানো কাঁচা বাজারে।

জেলা থেকে আগত নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের নেতৃত্বের দলটি সতর্কতামুলক একটি মুদি দোকানকে ১০০০ ও দুটি মোটর সাইকেলকে ২০০ টাকা জরিমানা করেন। পাশাপাশি মুদি দোকানি ও গাড়ি চালকদেরকে সতর্ক করে দেন দলটি।

অভিযান বিষয়ে ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান বলেন, সরকার ঘোষিত লকডাউনকালীন যাবতীয় নির্দেশনা পালন করছে কিনা মনিটরিং এর জন্য এ অভিযান।

বিশেষ করে সামাজিক দূরুত্ব বজায় রাখা, মাস্ক পরা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও করোনাভাইরাস সংক্রমণরোধে তারা কাজ করেছে। এ অভিযান অব্যাহত থাকবে, কাউকে ছাড় দেওয়া হবেনা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, নাইক্ষাংছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন