কাপ্তাইয়ে হাতির রেডজোন এলাকায় সর্তকতামূলক সাইনবোর্ড

fec-image

রাঙামাটি দক্ষিণ বনবিভাগ হাতি হতে সাবধানতা অবলম্বনে সর্তকতামূলক সাইনবোর্ড স্থাপন করেছে কাপ্তাই রেঞ্জ। শনিবার (২৩ নভেম্বর) কাপ্তাই রেঞ্জ’র আয়োজনে সাইনবোর্ড স্থাপন করা হয়।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, গত এক সপ্তাহ আগে কাপ্তাই হতে আসাম বস্তি সড়কে পৃথক দুটি ঘটনায় বন্যহাতির আক্রমণে ২ জন উপজাতি বৃদ্ধ নারী মৃত্যু বরণসহ ৪ জন আহত হয়। তাই দক্ষিণ বন বিভাগ রাঙামাটি বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন নিজ উদ্যাগে হাতির করিডোর রেড জোন এলাকায় পর্যটকসহ সকলের চলাচলে সাবধানতা অবলম্বনে বড়,বড় বিলবোর্ড স্থাপন করা হয়।

রেঞ্জ কর্মকর্তা আরও জানান, হাতির করিডোরের গুরুত্বপূর্ণ এলাকায় রেডিয়ান ক্লায়ার এই বোর্ডটি রাতে কিংবা দিনে সকলের সর্তকতা বার্তা দিবে জদি সঠিক ভাবে চালকরা নজর দেয়। এছাড়া হাতি হতে সর্তকতা অবলম্বনে সামনে আরও সর্তকমূলক ব্যবস্থা হাতে নিচ্ছে বলে জানান।

দক্ষিণ বনবিভাগ হাতি হতে অসাবধানতা অবলম্বনে রেডজোন এলাকায় সাইনবোর্ড স্থাপন করে। এসময় বনবিভাগ কাপ্তাই রেঞ্জের বন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন