কাপ্তাইয়ে নুরুল হুদা কাদেরী স্মৃতি বৃত্তি প্রদান

fec-image

কাপ্তাই উপজেলার বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় মাঠে নুরুল হুদা কাদেরী স্মৃতি বৃত্তি প্রদান প্রধান করা হয়েছে।

সোমবার (২০ডিসেম্বর) বেলা ১২টায় নুরুল হুদা কাদেরী উচচ বিদ্যালয়ের মাঠে স্মৃতি বৃত্তি পরিষদের আয়োজনে ওই মেধাবৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি রাঙামাটি জেলা প্রশাসক মো.মিজানুর রহমান বলেন, ভালো ফলাফল করতে হলে পড়াশুনায় মন দিতে হবে।জ্ঞান-বিজ্ঞানের আলো ছড়িয়ে দিতে হবে।একজন শিক্ষকের অনেক দায়িত্ব্ রয়েছে আগামী প্রজন্মকে পথ দেখানো।পাশাপাশি অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের পড়া লেখার পাশাপাশি দেখা শুনার করার আহ্বান জানান।

২০১৯ সালে অনুষ্ঠিত ৭ম শ্রেণির বিশেষ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল মেধাবৃত্তি ১০ জন এবং সাধারণ বৃত্তি ১৫ জন শিক্ষার্থীর মাঝে সনদ, ক্রেষ্ট ও প্রাইজবন্ড বিতরণ করা হয়।

শিক্ষক রাজেশ ভট্রাচার্যের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নুরুল হুদা কাদেরী স্মৃতি ভৃত্তি পরিষদের সদস্য- সচিব ও মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।

নুরুল হুদা কাদেরী স্মৃতি বৃত্তি পরিষদের আহ্বায়ক বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, সহকারী কমিশনার (ভুমি) মো. মঈনুল হোসেন চৌধুরী, কর্ণফুলী সরকারি কলেজ অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন, কাদেরী উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য খোরশেদুল আলম কাদেরী , দাতা সদস্য মোরশেদুল আলম কাদেরী, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের মাসুদ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন