কাবাডি প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন জীবতলী, বন্ধুকভাঙ্গা

fec-image

রাঙামাটি সদর উপজেলার ছয় ইউনিয়নের ১২টি দল নিয়ে দিনব্যাপী আন্তঃ ইউনিয়ন কাবাডি প্রতিযোগতিা সম্পন্ন হয়েছে। সোমবার (২৭সেপ্টেম্বর) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

প্রধান অতিথি মো. মিজানুর রহমান বলেন, জাতীয় পর্যায়ের কাবাডিতে রাঙামাটির একটি সুনাম রয়েছে। অনেক প্রতিভাবান খেলোয়াড় জাতীয় পর্যায়ে সুনামের সাথে খেলছে। আশা করি, সদর উপজেলার এ প্রতিযোগিতার মাধ্যমে আরো প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে।

তিনি আরও বলেন, খেলোয়াড়দের সঠিক পরিচর্যা করা দরকার। তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদের আরো কার্যকরী উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমার সভাপতিত্বে অন্যদের মধ্যে সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, বন্দুকভাঙ্গা ইউপি চেয়ারম্যান বরুন কান্তি চাকমা, জীবতলী ইউপি চেয়ারম্যান সুদত্ত কার্বারী, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হান্নান উপস্থিত ছিলেন।

রাঙামাটি সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রতিযোগিতা বাস্তবায়ন করেছে সদর উপজেলা ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতার ফাইনালে বালক বিভাগে বন্দুকভাঙ্গাকে ২৫-১৭ পয়েন্টের ব্যবধানে হারিয়ে জীবতলী ইউপি ও বালিকা বিভাগে বালুখালীকে ১৭-২১ পয়েন্টে পরাজিত করে বন্দুকভাঙ্গা ইউপি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এর আগে সোমবার সকালে প্রধান অতিথি থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন