কুতুপালং বাজারে সরকারি খাস জমিতে বহুতল ভবন: পরিবেশ নষ্টের আশংকা

fec-image

উখিয়ার রোহিঙ্গা অধ্যূষিত কুতুপালং বাজার এলাকায় কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে সরকারি খাস জমিতে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করেছে এক প্রভাবশালী। এ নিয়ে বাজারের সৌন্দর্য নষ্টের পাশাপাশি পানি নিষ্কাশনের পথরোধ্য হয়ে জলাবদ্ধতার আশংকা করছেন স্থানীয় লোকজন।

সরজমিন ঘটনাস্থল ঘুরে দেখা যায় কক্সবাজার-টেকনাফ সড়কের সাথে লাগোয়া কুতুপালং বাজারের দক্ষিণ পার্শ্বে নুরুল আলম প্রকাশ পুতিক্কা নামের ব্যক্তি বহুতল নিমার্ণের জন্য বড় বড় গর্ত খনন করে।একত্রে ২০/২৫জন শ্রমিক কাজ চালিয়ে যাচ্ছে। সরকারি খাস জমিতে বহুতল ভবন নির্মাণ সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে বাজার ব্যবসায়ীদের মাঝে এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির নেতা জাহাঙ্গীর আলম বলেন, সরকারি খাস জমি দখল করে বহুতল ভবন নির্মাণ হলে বাজারের সার্বিক পরিবেশ ধ্বংসের পাশাপাশি সৌন্দর্য নষ্টের আশংকা করা হচ্ছে।

উখিয়া সহকারি কমিশনার (ভূমি) আমিমুল এহসান খান বলেন, সরকারি জায়গা দখল করে কোন স্থাপনা নির্মাণ করা যাবেনা। যদি করে তাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন