কুতুবদিয়ায় ইউপি নির্বাচন ২১ জুন

fec-image

প্রথম ধাপের স্থগিত হওয়া বহুল প্রতিক্ষিত ইউপি নির্বাচন আগামী ২১ জুন নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২ জুন বৈঠকের পর স্থগিত হওয়া পৌর সভা ও ইউপি নির্বাচন গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

গেল ১১ এপ্রিল নির্বাচনের তারিখ ছিল। কুতুবদিয়া উপজেলার ৬ ইউনিয়নে মোট ৩৩২ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ছিল। এর মধ্যে চেয়ারম্যান প্রাথী ৩৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৬ জন ও ২২৩ জন সাধারণ সদস্য প্রার্থী অংশ নেয়।

উত্তর ধুরুং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৬ জন, দক্ষিণ ধুরুং ইউনিয়নে ৫ জন, লেমশীখালী ইউনিয়নে ৭ জন, কৈয়ারবিল ইউনিয়নে ৪ জন, বড়ঘোপ ইউনিয়নে ৫ জন ও আলী আকবর ডেইল ইউনিয়নে ৪ জন। ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে অংশ নিচ্ছে আওয়ামী লীগ (নৌকা), ৫ ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) ও লেমশীখালী ইউনিয়নে বাংলাদেশ কংগ্রেস (ডাব) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় প্রতীকে অংশ না নিলেও ৪ ইউনিয়নে বিএনপি‘র ৪ প্রার্থী নির্বাচন করছেন। এর মধ্যে ৩ জন বর্তমান চেয়ারম্যান ও একজন সাবেক চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।

নির্বাচন স্থগিতের ফলে অধিকাংশ প্রার্থীই হতাশা ব্যক্ত করেছিলেন। কেননা তারা অর্ধেকের বেশি অর্থ খরচ করে এখন পকেট ফাঁকা তাদের। তবে ফের নির্বাচনের তারিখ নির্ধারণ হওয়ায় প্রচারণায় সরব দেখা যাচ্ছে। দুঃচিন্তা আর কৌতুহলী স্থানীয় নির্বাচন সুষ্ঠু চায় ভোটারগণ। প্রথম ধাপের নির্বাচন বিধায় অবাধ হবে বলেও তারা আশাবাদী।

উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জামশেদুল ইসলাম সিকদার বলেন, নির্বাচন গ্রহণে পুরোটাই প্রস্তত ছিল। নতুন তারিখ ঘোষনায় অনেকটা সময়ও পাওয়া গেছে। নতুন ঘোষনায় প্রার্থীরা প্রচারণা ক্যাম্পিং কতটুকু করতে পারবে তা নির্দেশনা এলে জানা যাবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন