কুতুবদিয়ায় করোনা বিস্তাররোধে ওসি‘র স্প্রে মাস্ক বিতরণ

fec-image

কুতুবদিয়ায় করোনাভাইরাস বিস্তার রোধে জনসচেতনায় পুলিশের উদ্যোগে যাত্রীবাহি জীপ, টেম্পো, অটো রিক্সাসহ বিভিন্ন যানবাহনে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়। একই সাথে চালক, হেলপার, রিক্সা চালকদের মাঝে মাস্ক বিতরণও করা হয়।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় তিনি উপজেলা গেইট, হাসপাতাল গেইট ও কলেজ গেইট এলাকায় এ কার্যক্রম চলে।

থানার অফিসার ইন্চার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, করোনাভাইরাস বিস্তার ও আক্রমন রোধে সরকারি নির্দেশনা মোতাবেক উপজেলা ও পুলিশ প্রশাসন যৌথভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

জনসচেতনায় দিনভর প্রত্যন্ত অঞ্চলেও প্রচারণা চালানো হচ্ছে। এর পরেও অনেকেই মাস্ক ব্যবহার করছেনা। এটি বাস্তবায়নের লক্ষ্যে তিনি নিজের উদ্যোগে যাত্রীবাহি যানবাহনগুলোতে জীবাণুনাশক স্প্রে ব্যবহার ও চালক, হেল্পার ও পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করেন মঙ্গলবার সন্ধ্যায়।

সচেতনার লক্ষ্যে বুধবার জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার লোশন বিতরণ করবেন বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, কুতুবদিয়া, মাস্ক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন