খাগড়াছড়িতে সাংবাদিকদের জেলা প্রশাসকের মতবিনিময়

fec-image

খাগড়াছড়িতে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত।

রবিবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা জেলা প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সেতুবন্ধনকে আরও সুদৃঢ় করার সুযোগ তৈরি করে।

সভায় জেলার সামগ্রিক উন্নয়ন, নাগরিক সেবা, তথ্য-উপাত্তের স্বচ্ছতা নিশ্চিতকরণ, গুজব প্রতিরোধ, মিডিয়ার নৈতিকতা, মাঠ প্রশাসনের কার্যক্রম এবং প্রশাসন-মিডিয়া সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, “খাগড়াছড়ির উন্নয়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করতে প্রশাসন ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। সঠিক, যাচাইযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ জনমানসে আস্থা তৈরি করে এবং উন্নয়নকে ত্বরান্বিত করে। গুজব প্রতিরোধ ও ইতিবাচক তথ্যপ্রবাহ বজায় রাখতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও জানান, জেলা প্রশাসন সবসময় সাংবাদিকদের সহযোগিতা করবে এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

এছাড়া তিনি সাংবাদিকদের সমস্যাবলী, চ্যালেঞ্জ ও কর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়ে মতামত শোনেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ,খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য,সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল,সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস,জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাজমীন আক্তার, মো. সাইফ উদ্দিনসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

মতবিনিময় সভায় সাংবাদিকরা মাঠ প্রশাসনের সঙ্গে কাজের অভিজ্ঞতা, তথ্যপ্রাপ্তির জটিলতা, যোগাযোগ কাঠামো, জেলা উন্নয়ন অগ্রগতি এবং পেশাগত নিরাপত্তা নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। তাদের প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন জেলা প্রশাসক।

সভার শেষে সাংবাদিকরা জেলা প্রশাসককে স্বাগত জানান এবং খাগড়াছড়ির উন্নয়ন ও গণমানুষের কল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন