খাগড়াছড়িতে ১০ টাকায় ১৩ পদের বৈসাবি বাজার

fec-image

মাত্র ৫০ পয়সায় এক কেজি চাউল, ডাল এক কেজি ২টাকা, চিনি এক কেজি ১ টাকা, লবন দুই কেজি ১টাকা, বিস্কুট ছয় পিস ১টাকা। এমন ১৩ পদের ব্যবহায্য নিত্যপন্য নিয়ে বসেছে বিদ্যাননন্দ ফাউন্ডেশনের বৈসাবি বাজার। সব মিলে ১০ টাকা পাওয়া যাচ্ছে এসব পণ্য।

মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল থেকে শহরের জিরোমাইল এলাকায় অবস্থিত রাজবাড়ীতে বসে এই বাজার। এতে জেলার দূরদূরান্ত থেকে পাহাড়ীরা এসে কেনাকাটা করেন। সকালে কর্মসূচির উদ্বোধন করেন মং সার্কেল চীফ রাজা সাচিংপ্রু চৌধুরী। এসময় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মোবারক হোসেনসহ রাজ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৩৪০জন ১০টাকা দিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করেন। বাজারে চাল, ডাল, চিনি, লবন, বিস্কুট, থামি, লুঙ্গি, ছাতা, খাতা-কলম, স্যান্ডেল, ফ্রক-শার্টসহ ১৩ রমের পণ্য ছিল।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মোবারক হোসেন বলেন, আমরা পাহাড় থেকে সমতল সবখানে আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। পাহাড়ের ঐতিহ্যবাহী উৎসবে বিদ্যানন্দ সম্পৃক্ত হতে পারাটা আমাদের জন্য প্রাপ্তি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন