গণতান্ত্রিক যুব ফোরাম চট্টগ্রাম বায়েজীদ থানা শাখা গঠিত

DYF committee

গণতান্ত্রিক যুব ফোরাম চট্টগ্রাম বায়েজীদ থানা শাখার ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ ২৩ আগস্ট শুক্রবার চট্টগ্রাম মহানগরের চেরাগী পাহাড়স্থ ইসলামাবাদী মেমোরিয়াল হলে এক সম্মেলনের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

সকাল সাড়ে দশটায় বিদায়ী কমিটির সভাপতি রঞ্জিত চাকমার সভাপতিত্বে বায়েজীদ থানা শাখার দ্বিতীয় সম্মেলন শুরু হয়। এতে বক্তব্য রাখেন ইউপিডিএফ চট্টগ্রাম মহানগর ইউনিটের সংগঠক বকুল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকো মারমা, সদস্য রসকিত চাকমা, বন্দর শাখার সভাপতি বিজয় চাকমা, শ্রমিক নেতা অর্পন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক এসিং মারমা।

সম্মেলনে বক্তারা তাইন্দং-এ পাহাড়ি গ্রামে সেটলার হামলার নিন্দা জানিয়ে বলেন, স্থানীয় প্রশাসন এই হামলার দায় এড়াতে পারে না। প্রশাসন যথাসময়ে ব্যবস্থা নিলে এই হামলা অবশ্যই এড়ানো যেতো।

বক্তারা বলেন, ‘তাইন্দংসহ পার্বত্য চট্টগ্রামে পাহাড়িরা নিজ মাতৃভূমিতে আজ এক চরম নিরাপত্তাহীন পরিস্থিতির মধ্যে বসবাস করতে বাধ্য হচ্ছে। সেখানে নিয়োজিত নিরাপত্তা বাহিনী কোন কালে পাহাড়িদেরকে সেটলারদের আক্রমণের হাত থেকে রক্ষা করতে এগিয়ে আসেনি। বরং বিভিন্ন সময় তারা আক্রমণকারী সেটলারদেরকেই সহযোগিতা দিয়েছে। নিরাপত্তা বাহিনীই পাহাড়িদের নিরাপত্তাহরণকারী।’

নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার স্বার্থে সেটলারদেরকে জাতিগত নিপীড়ন বা এথনিক ক্লিনজিং পলিসির হাতিয়ার হিসেবে ব্যবহার না করে তাদেরকে সমতলে ফিরিয়ে এনে সম্মানজনক পুনর্বাসন করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

সম্মেলনের শেষ দিকে সর্বসম্মতিক্রমে অতীশ চাকমাকে সভাপতি, রমেল চাকমাকে সাধারণ সম্পাদক ও ম্যানসন চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট ডিওয়াইএফ বায়েজীদ থানা শাখা কমিটি গঠন করা হয়।

সম্মেলন শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি চেরাগী পাহাড় থেকে শুরু হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।

বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন