গণভোটের রায় সার্বভৌম ক্ষমতার রায়: সালাহউদ্দিন আহমদ

fec-image

গনভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চূড়ান্তের দিকে রাজনৈতিক দলগুলো অগ্রসর হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

রোববার (৫অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর চতুর্থ দিনের আলোচনা শেষে এসব কথা বলেন তিনি।

বাস্তবায়ন প্রক্রিয়া কোন ধাপে আছে এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আমরা চূড়ান্ত ধাপে আছি। মোটাদাগে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে মনে হয় আমরা এগোতে পেরেছি।

গণভোটের প্রস্তাবের বিষয়ে বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা বলেন, আমরা সব দল মিলে সমগ্র জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করি কি না, এটা একটা প্রশ্ন। তাই জনগণের কাছে যদি সম্মতি নেওয়া যায় যে আমরা রাজনৈতিক দলগুলো জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি—জনগণ তার পক্ষে আছে কি না, তখনই হবে জনগণের পক্ষ থেকে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা চূড়ান্ত অভিমত।

গণভোটের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, গণভোটের যে আর্টিকেল ১৪২ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার উড়িয়ে দিয়েছিল, সেটা হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এখন সংবিধানের আর কোথাও রেফারেন্ডাম করা যাবে না, এমন কোনো বিধান নেই।

সুতরাং একটা অর্ডিন্যান্স জারি করে নির্বাচন কমিশনকে এখতিয়ার দেওয়া যেতে পারে একই দিনে সংসদ নির্বাচনের পাশাপাশি আলাদা ব্যালটে গণভোট করার জন্য। গণভোটে মাধ্যমে যে জনরায় আসবে, সেটা সার্বভৌম ক্ষমতার একটা রায়। সুতরাং সব সংসদ সদস্য সেটা মানতে বাধ্য হবেন।

সনদের বিভিন্ন প্রস্তাবে দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, জুলাই সনদ প্রণীত হবে, স্বাক্ষরিত হবে। অঙ্গীকারনামায় সবাই সই করবেন, ওয়েবসাইটে যাবেন, সব পার্টির ইশতেহারে থাকবে।

জনগণ জানবে, জুলাই সনদে কী আছে। যারা ম্যান্ডেট পাবেন, তারা তাদের নোট অব ডিসেন্ট অনুসারে যেতে পারবেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন