গুইমারায় মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত


খাগড়াছড়ির গুইমারায় সিন্দুকছড়ি জোনের আয়োজনে মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুলাই) বেলা ১১টা ৩৫ মিনিট থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত সিন্দুকছড়ি জোন সদরস্থ মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল ইসমাইল সামস আজিজি, পিএসসি, জি।
সভায় গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, বিভিন্ন রাজনৈতিক দলের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, কলেজ অধ্যক্ষ, ইউপি চেয়ারম্যান-সদস্য, হেডম্যান-কার্বারি, সাংবাদিক, বাজার কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সভায় পাহাড়ে পাহাড়ি-বাঙালি সম্প্রতি রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপহরণ, মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় জোন কমান্ডার বলেন,”সেনাবাহিনী কোনো দলের নয়। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর নামে গুজব ছড়ানো, রেশন কার্ড বিতরণে স্বচ্ছতা, অবৈধ দখল, বালু উত্তোলন, মলম পার্টি, দুর্ঘটনা প্রতিরোধে সতর্কতা, বাজার মনিটরিংসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।