বললেন খাগড়াছড়ি জেলা প্রশাসক

গুইমারায় সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

fec-image

খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এসময় ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্তরা বিভিন্ন অভিযোগ প্রশাসনের কাছে তুলে ধরেন। পরিদর্শনকালে খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আরো বলেন, যারা নিহত ও আহত হয়েছে আমরা তাদের পাশে থাকব। তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তাদের পুনবার্সন করার উদ্যোগ নেয়া হবে। যারা চিকিৎসাধীন রয়েছেন আমরা তাদের চিকিৎসার দায়িত্ব নিব। আজকে আমরা এখানে এসেছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সমবেদনা জানানোর জন্য।

ডিসি আরো বলেন, অবরোধকারীদের সাথে আমাদের একটা বৈঠক হয়েছে। তাদের যে ৮ দফা দাবি রয়েছে তার মধ্যে আমরা ৭টি দফাই এড্রেস করেছি। আমরা চাই আলোচনার টেবিলে বিষয়টির সমাধান করতে। তারা যে অবরোধ দিয়েছে সেটা প্রত্যাহার করলে আমরা ১৪৪ ধারা প্রত্যাহার করব।

জেলা প্রশাসনের ১৪৪ ধারা চতুর্থ দিনের মতো জারি আছে। পরিস্থিতি এখনো থমথমে। শহরে বিভিন্ন পয়েন্টে চেকপোষ্ট বসিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

পৌর শহরের ভিতরে কিছু ব্যাটারি চালিত টমটম যানবাহন চলছে। বিশেষ করে এখানে বেড়াতে আসা পর্যটকরা দুর্ভোগের শিকার হচ্ছেন। দূরপাল্লার যানবাহনগুলো এখান থেকে না ছাড়ার কারণে তাদের এ ভোগান্তি হচ্ছে। তবে জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন পণ্যবাহী ট্রাকগুলো গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি, গুইমারা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন