ঘুর্ণিঝড় ’বুলবুল’ আতঙ্কে কাপ্তাই পর্যটন শূন্য

fec-image

ঘূর্ণিঝড় বুলবুলের আতঙ্কে কাপ্তাই পর্যটন শূন্য। দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ঘূর্ণিঝড় ’বুলবুল’ আতঙ্ক বা কোথাও ক্ষতিগ্রস্থ হলেও তিন পার্বত্য জেলা তথা রাঙ্গামাটি গুড়ি গুড়ি বৃষ্টি ছাড়া বড় ধরণের কোন প্রভাব পরেনি। এরপরেও প্রশাসনের পক্ষ হতে সার্বক্ষণিক প্রস্তুতি নেওয়া হয়েছে। দুই তিনদিন যাবৎ দেশের বিভিন্ন জেলা উপজেলায় ঘুর্ণিঝড়ের প্রভাবে জরুরি কোন কাজ ছাড়া লোকজন তেমন ঘরের বাহির হয়নি।

এদিকে কাপ্তাই উপজেলার পর্যটণ কেন্দ্রগুলো বুলবুলের আতঙ্কের ফলে পর্যটন শুন্য পড়ে আছে। বিজিবির ঝুঁম রেঁস্তোরা, বনশ্রী পর্যটন কমপ্লেক্স, প্রশান্তি পার্ক, ল্যাকভিউ আইল্যান্ড, নৌ বাহিনী পর্যটন কেন্দ্র ও সেনাবাহিনী কর্তৃক ল্যাকশো পিকনিক স্পটগুলো রয়েছে পর্যটন শূন্য ।

এ সকল বিনোদন কেন্দ্রের দায়িত্বশীল লোকজন জানান, বেশ কয়েকদিন যাবৎ বিরুপ আবহাওয়া, ঘূর্ণিঝড় বুলবুল আতঙ্কের ফলে একেবারে পর্যটণ শূন্য পড়ে আছে। কেউ আর পর্যটন কেন্দ্রগুলোতে সহজে আসছেনা।

এদিকে বনশ্রী পর্যটন কমপ্লেক্স পরিচালক প্রকৌশলী রুবায়েত আকতার আহমেদ জানান, বর্তমানে আবহাওয়া খারাপের কারণে এবং বুলবুল আতঙ্কে কোন পর্যটন না আসার ফলে স্পটগুলো শূন্য পড়ে আছে। আমরাও আলস সময় পার করছি।

ইতোমধ্যে কাপ্তাইয়ের পর্যটনের বিনোদন কেন্দ্রগুলো বিভিন্ন সাজে সজ্জিত কাজ করছে পরিচালকগন। আগামি ডিসেম্বর মাসের মধ্যে পর্যটনের আগমণ ঘটবে বলে তারা উল্লেখ করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড়, পর্যটন, বুলবুল
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন