চকরিয়ায় জিন্মিদশা থেকে অপহৃত নারী উদ্ধার


কক্সবাজারের চকরিয়ায় অপহরণকারী চক্রের জিন্মিদশা থেকে অপহৃত এক নারীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণ ঘটনায় জড়িত অভিযোগে রমজান আলী (৩৫) নামের একজনকে একটি দেশীয় তৈরি বন্দুক ও দুটি কার্তুজসহ গ্রেফতার করা হয়েছে। তাৎক্ষণিক অপহৃত নারীর নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট পূর্ব রিজার্ভপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।
থানা পুলিশ জানিয়েছে, চকরিয়া উপজেলার মালুমঘাট পূর্বপাড়ায় একটি ঘরে এক নারীকে অপহরণ করে আটকে রাখে অপহরণকারী চক্রের সদস্যরা। এ বিষয়ে বুধবার দুপুরে থানায় অভিযোগ দায়ের করেন ওই নারীর পরিবার।
এরই প্রেক্ষিতে থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি ঘরে তালাবদ্ধ অবস্থা থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণে জড়িত রমজান আলীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়। রাত ৮টার দিকে পর্য্ন্ত সেখানে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি ওই এলাকায় অভিযানে সেনাবাহিনীর সদস্যরা যোগ দিয়েছেন বলে জানিয়েছে থানা পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, নারীকে অপহরণ করে জিম্মি করার একটি অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার এবং ঘটনায় জড়িত রমজান আলী নামের একজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তবে পালিয়ে যাওয়া অপর দুজনকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন।