চকরিয়ায় পুলিশের অভিযানে ২ কোটি ৪০ লাখ টাকার ইয়াবা উদ্ধার


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পুলিশ অভিযান পরিচালনা করে ৮০ হাজার ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। এসময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত সিএনজি গাড়ি (অটোরিকশা) জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (৫ নভেম্বর) উপজেলার ছাইরাখালীর ছিড়াপাহাড়স্থ এলাকা থেকে ইয়াবাসহ পাচারকারীদের গ্রেপ্তার করা হয়।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইয়াবাসহ গ্রেপ্তারকৃতরা হলেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তুলাতুলি গ্রামের মো.আমিনের ছেলে মোহাম্মদ শফি (৪৩), একই ইউনিয়নের কাগজিখোলা গ্রামের মৃত ফজল করিমের ছেলে আমির হোসাইন (৫৪) ও একই উপজেলার গর্জনিয়া ইউনিয়নের আলী হোসাইনের ছেলে রফিক উল্লাহ (২৯)।
ওসি তৌহিদুল আনোয়ার বলেন, মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি দিয়ে প্রশাসনের নজর ফাঁকি দিয়ে আনা ইয়াবা নিয়ে চকরিয়ায় পৌঁছেন তারা। এসব ইয়াবাগুলো চট্টগ্রামে পাচার করছিল তাদের পরিচিত মাদক ব্যবসায়ীদের কাছে। গোপন তথ্যের ভিত্তিতে থানার পুলিশের দুটি দল বিভক্ত হয়ে অভিযান চালিয়ে ছাইরাখালীর ছিড়াপাহাড়স্থ এলাকা থেকে ৮০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

















