চকরিয়ায় মাতামুহুরী সেতু থেকে নবজাতকের লাশ উদ্ধার


কক্সবাজারের চকরিয়া উপজেলা সদরের চিরিঙ্গা মাতামুহুরী সেতুর উপর থেকে সদ্যভুমিষ্ঠ একটি নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ব্যস্ততম জনপদ চিরিঙ্গা মাতামুহুরী ব্রীজ (সেতু) সংলগ্ন এলাকায় কে বা কারা একদিন বয়সী নবজাতক শিশুকে ফেলে যায়।
পরে খবর পেয়ে আশপাশের লোকজন তপ্ত রোধে পড়ে থাকা ওই নবজাতককে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. জায়নুল আবেদীন বলেন, হাসপাতালে আনার পর শিশু বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর ওই নবাজাতককে মৃত ঘোষনা করেন। এরপর আমাদের আর করার কিছু ছিল না।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌহিদুল আনোয়ার বলেন, উদ্ধার হওয়া নবজাতক শিশুর মরদেহ স্থানীয় লোকজনের সহায়তায় সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।