চিৎমরম ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং ছাত্রদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩নং চিৎমরম ইউনিয়ন ছাত্রদল শীতার্তদের মাঝে কম্বল এবং সাধারণ শিক্ষার্থীদের উপকরণ বিতরণ করেছে।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় চিৎমরম মুসলিম পাড়া এলাকায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন নিজ উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এ সময় ৩নং চিৎমরম ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক (সাবেক চেয়ারম্যান), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, কাপ্তাই উপজেলা তাঁতী দলের সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সিংমং মারমা, উপজেলা তাঁতী দলের সাবেক ক্রীড়া সম্পাদক মো. সুজন, চিৎমরম ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি মোহাম্মদ রুবেল, ছাত্রদলের সদস্য জাফর, মুন্না, নয়ন, সজিব, রাকিব, জুয়েল, নাহিদ, বিজয়, টিপু উপস্থিত ছিলেন।
পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও মুনাজাত করেন হাফেজ মাওলানা মিজানুর রহমান আজহারী।
















