‘জনসচেতনতার অভাবে ভোক্তারা প্রতিনিয়তই প্রতারিত হচ্ছেন’ বিভীষণ কান্তি দাশ


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভোক্তা অধিকার বিষয়ক জনসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের (পুরাতন ভবন) সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।
সেমিনারে মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিনুর আলম ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ভোক্তা অধিকার আইন সর্ম্পকে সচেতন হওয়ার আহবান জানিয়ে সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, দেশের মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন হলেও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকাংশই ভোক্তা অধিকার সম্পর্কে অতটা সচেতন নয়। ফলে ভোক্তারা প্রতিনিয়তই প্রতারিত হচ্ছেন। এ বিষয়ে মানুষকে অধিকতর সচেতন করে তুলতে গণমাধ্যম কর্মীদের কাজ করতে হবে।

















