জলদস্যুদের আত্মসমর্পণের মাঠ পরিদর্শনে কক্সবাজার পুলিশ সুপারের নেতৃত্বে প্রতিনিধি দল

fec-image

মহেশখালী উপকূলের জলদস্যু ও অস্ত্রের কারিগররা অস্ত্র ও গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করতে যাচ্ছেন আগামী শনিবার (২৩ নভেম্বর)। এ উপলক্ষে আত্মসমর্পণ অনুষ্ঠানের পূর্ববর্তী মাঠ ও এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের (বিপিএম) নেতৃত্বে একটি টিম।

এ টিমে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, সহকারি পুলিশ সুপার ট্রাপিক বাবুল চন্দ্র বণিক, মহেশখালী সহকারি পুলিশ সুপার রতন কান্তি, আনন্দ টিভির বিশেষ প্রতিনিধি আকরাম হোসেন, মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধরসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ।

সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৪টার সময় পুলিশ সুপারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উক্ত মাঠের স্থান পরির্দশন করেন।

উক্ত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরির্দশক জাবেদ পাটোয়ারী  ছাড়াও মহেশখালী-কুতুবদিয়ার এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিকসহ, আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

অপরদিকে ২৩ নভেম্বর এ অনুষ্ঠান সম্পন্ন হবে উপজেলার কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে।  বিষয়টি নিশ্চিত করেছেন অপরাধীদের বুঝিয়ে আত্নসমর্পনে উদ্বুদ্ধ করে নিয়ে আসতে সাংবাদিক আকরাম হোসাইন।

উল্লেখ্য, আগামী ২৩ নভেম্বর শনিবার বহুল আলোচিত মহেশখালীতে সন্ত্রাসী, জলদস্যু ও অস্ত্রের কারিগররা আনুষ্ঠানিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করবেন বলে প্রশাসনের একাধিক সূত্রে জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে বহু সন্ত্রাসী বাহিনীর প্রধানসহ একাধিক সদস্য অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করবেন ।

এদিকে আগত অতিথিরা মহেশখালী থানায় একটি স্যালুট বেদি উদ্বোধন করেন। এ সময় মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর সহ থানার সকল অফিসারগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন