জাকসু নির্বাচনে এক ভোটে হেরে গেলেন ইগিমি চাকমা

fec-image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে নাট্য সম্পাদক পদে এক ভোটের ব্যবধানে হেরেছেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী পার্বত্য চট্টগ্রামের সন্তান ইগিমি চাকমা।

জাকসু নির্বাচন কমিশনের দেওয়া ফলাফলে দেখা গেছে, ইগিমি চাকমা ১৯২৮ ভোট পেয়েছেন। তবে এ পদে ১৯২৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন মো. রুহুল ইসলাম। তিনিও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। রুহুল ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের হয়ে নির্বাচনে অংশ নেন।

অন্যদিকে, ইগিমি চাকমা ছাত্র ইউনিয়ন (অদ্রি-অর্ক), জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের হয়ে নির্বাচনে অংশ নেন। যদিও ভোটগ্রহণের দিন সন্ধ্যায় নির্বাচন বর্জন করে সম্প্রীতির ঐক্য।

জাকসু নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২০টি পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। সহসভাপতি (ভিপি), সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক, ক্রীড়া সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ও কার্যকরী সদস্যের একটি পদে অন্যরা জয়ী হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী ইগিমি চাকমার অভিনয় নিয়ে খ্যাতি রয়েছে।

প্রাপ্তি তাপসী নামের একজন তাঁর ফেইসবুক পোস্টে বলেন, নাট্য সম্পাদকে আমার ছোটোবোন ইগিমি চাকমা এক ভোটের ব্যবধানে হেরেছে। ছাত্রশিবির সমর্থিত যেই প্রার্থী জয়ী হয়েছেন তিনি পেয়েছেন ১৯২৯ ভোট। ইগিমি পেয়েছে ১৯২৮ ভোট। আপনারা সবাই নিশ্চয়ই ইগিমিকে ভালোবেসে, ওর অভিনয় ভালোবেসে, নাটকের প্রতি ওর নিষ্ঠাকে ভালোবেসেই ভোট দিয়েছেন। ইগিমি হারে নি, নাটকের মেয়ে ইগিমি আপনাদের এই ভালোবাসাতেই জিতে গেছে। ইগিমি মঞ্চে আরও নাটক করবে, মঞ্চ দাঁপিয়ে বেড়াবে, আপনাদের ভালোবাসার মান রাখবে। সবাইকে ওর নাটক দেখার আগাম আমন্ত্রণ রইলো।’

সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা যায়, এবারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বিভিন্ন প্যানেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মোট ৯ জন শিক্ষার্থী প্রার্থী হন। এরমধ্যে ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলেই ছিলেন ৭ জন। শিক্ষার্থীরা হলেন, নাট্য সম্পাদক পদে ইগিমি চাকমা, সহ-ক্রীড়া সম্পাদক (নারী) পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের প্রত্যাশা ত্রিপুরা, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে আইআইটি বিভাগের সুকান্ত বর্মন। এছাড়াও রেংথ্রি ম্রো সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) পদে, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে প্রত্নতত্ত্ব বিভাগের সোমা ডুমরী, কার্যকরী সদস্য (পুরুষ) পদে ফার্মেসি ৫২ তম ব্যাচের শিক্ষার্থী চুই থুই প্রু মারমা ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী নিহ্লা অং মারমা নির্বাচনে অংশ নেন। এছাড়াও কার্যকরী সদস্য (পুরুষ) পদে সৈকত কুমার কানুকেও সমর্থন করে‘সম্প্রীতির ঐক্য’ পরিষদ। এদিকে, শিক্ষার্থী ঐক্য ফোরাম প্যানেল থেকে ম্যানেজমেন্ট স্টাডিজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী রিং ইয়া মুরং জাকসু নির্বাচনে সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) পদে নির্বাচন করেন।

বর্তমানে জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর চাকমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল, তঞ্চঙ্গ্যা, মারমা, হাজং সম্প্রদায়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী রয়েছে বলে জানা যায়।

উৎস : বিজিটি শো-জ ফেইসবুক পোস্ট।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জাকসু, জাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন