জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

jamatBg_226327776

নিউজ ডেস্ক:

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহ ময়দানে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেই অনুষ্ঠিত হয়েছে ঈদ-উল ফিতরের প্রধান জামাত। এতে ইমামতি করেছেন চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা জালালুদ্দিন আল কাদেরী।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, মন্ত্রিবর্গ, সংসদ সদস্য, বিচারপতি, আইনজীবী থেকে শুরু নানা শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

এর আগে সকাল সাড়ে ছয়টা থেকে গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসুল্লিরা আসতে শুরু করেন।

সকাল আটটা বিশ মিনিটে ঈদগাহ ময়দানে পৌঁছান রাষ্ট্রপতি। এরপর তিনি সবাইকে ঈমামের মাধ্যমে ঈদের শুভেচ্ছা দেন। পরে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে আটটায় নামাজ শুরু হয়।

নামাজ শেষে মাওলানা জালালুদ্দিন আল কাদেরী দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন। এরপর সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

এদিকে ময়দানের নিরাপত্তা রক্ষায় পিজিআর, ৠাব, আনসার পুলিশ বাহিনী ছাড়াও গোয়েন্দা বাহিনীর সদস্যরা কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করেছেন।

সকাল থেকেই বৃষ্টি হলেও তা উপেক্ষা করে ব্যাপক সংখ্যক মুসুল্লি জামাতে অংশ নিয়েছেন। এতে সার্বিক আয়োজনে সহায়তা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

Print Friendly, PDF & Email
Facebook Comment
আরও পড়ুন