টেকনাফে নকল বিদেশি মদ তৈরির সরঞ্জামসহ আটক ৩

fec-image

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ লিটার দেশীয় মদ, ১ লিটার নকল বিদেশী মদ এবং বিদেশী মদ তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করেছে। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব এ তথ্য নিশ্চিত করে।

জানা যায়, টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকায় কিছু সংখ্যক মাদক কারবারি অবৈধভাবে দেশীয় ও বিদেশী নকল মদ তৈরী করে মাদক সেবনকারীদের কাছে দীর্ঘ দিন ধরে বিক্রি করার খবর পেয়ে শুক্রবার দুপুরে পশ্চিম গোদারবিল এলাকায় মুসা আলী হাজীর ভিটায় ইসমাইলের বাড়ীতে অভিযান চালায়।

অভিযানে ১৫ লিটার দেশীয় মদ, ১ লিটার প্রস্তুতকৃত নকল বিদেশী মদ, ৩৮টি খালি বিদেশী কাঁচের বোতল, ২৪ লিটার মিনারেল ওয়াটার, ৭০০ মি.লি. চিনির ক্যারামেল ও মদ তৈরীর অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

এসময় ৩ জন মাদক কারবারিদের হাতেনাতে আটক করে। তারা হলেন- টেকনাফের উত্তর লেঙ্গুরবিলের সুফিয়া মার্কেটস্থ আবদুল হাশিম রেজাউল করিম (২৫)। ফরিদপুর জেলার বিপুল বিশ্বাস ও গাইবান্ধার মমিনুল ইসলামের পুত্র মো. আল আমিন (১৯)।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, টেকনাফ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন