টেকনাফে পেটের ভেতর করে ইয়াবা পাচার, আটক ৪

fec-image

কক্সবাজারের টেকনাফে অভিনব কায়দায় পেটের ভেতর করে ইয়াবা পাচারকালে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং অপর একটি অভিযানে ইয়াবা পাচারকালে তিনজনকে আটক করে র‌্যাব।

আটক ব্যাক্তিরা হলেন, টেকনাফের ২৪ নং লেদা এফডিএমএন ক্যাম্পের মো. আব্দুর রহমানের পুত্র মো. জাহিদুল্লাহ, উখিয়া উপজেলার কুতু পালং, ক্যাম্প এ/১ এর মো. সালামের মেয়ে ইসমত আরা(২৪),হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকার মো. হাসানের পুত্র মো. আবদুর রহিম (৩০) ও টেকনাফ সদর ইউনিয়নের হাবিব পাড়ার মো. ইউনুছের মেয়ে শামীনারা বেগম (৩৬)।

বিজিবি সূত্রে জানা যায়, এক ব্যক্তি মাদক বহন করে হাসপাতাল এলাকা থেকে পালকী নামক বাস কাউন্টারের দিকে যাচ্ছিল। খবর পেয়ে টেকনাফ বিজিবি বিওপি থেকে একটি বিশেষ টহল তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অবস্থান নেয়। দুপুর আড়াইটার দিকে হাসপাতালের সামনে একটি অটোরিকশা সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে বিজিবি সদস্যরা সেটিকে থামায়।

এ সময় অটোরিকশার একজন যাত্রী পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন মোঃ জাহিদুল্লাহ। পরে আটক জাহিদুল্লাহকে জিজ্ঞাসাবাদ করলে তার কথা ও আচরণে অসংলগ্নতা এবং অস্বাভাবিক মনে হয়। এক পর্যায়ে সে ইয়াবা পাচারের বিষয় অস্বীকার করে।

তবুও সন্দেহতীত ভাবে তার পেটের ভিতর ইয়াবা রয়েছে কি না তা নিশ্চিত হওয়ার জন্য টেকনাফের সদর থানাধীন নাফ সীমান্ত প্যাথলজি-তে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে এক্স-রে করে দেখা যায় তার পেটের ভিতর অসংখ্য ডিম্বাকৃতির বস্তু রয়েছে।

পরে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেফতারকৃত মোঃ জাহিদুল্লাহ স্বীকার করে যে তার পেটের ভিতর কালো টেপ দিয়ে মোড়ানো ছোট ছোট ৪০টি ইয়াবার পোটলা রয়েছে যার প্রত্যেকটিতে ৫০ পিস করে মোট ২০০০ পিস ইয়াবা রয়েছে। পরে বিশেষ কায়দায় তার পেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যাক্তি দীর্ঘদিন যাবৎ এভাবে অভিনব কৌশলে টেকনাফ ও এর আশপাশের এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। যা সে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। মঙ্গলবার বিকালে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. আশিকুর রহমান উক্ত তথ্য নিশ্চিত করে জানান,

আটককৃত আসামি এবং জব্দকৃত ইয়াবা ট্যাবলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক টেকনাফ থানায় জমা করা হয়েছে।
এদিকে অপর একটি অভিযানে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ তিন জন মাদক কারবারী’কে গ্রেফতার করা হয়েছে।

টেকনাফের সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ছোট হাবিব পাড়া এলাকায় র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে এসব মাদক ইয়াবা আটক করে। এসময় উখিয়া উপজেলার কুতু পালং, ক্যাম্প এ/১ এর মো. সালামের মেয়ে ইসমত আরা(২৪),হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকার মোঃ হাসানের পুত্র মোঃ আবদুর রহিম (৩০) ও টেকনাফ সদর ইউনিয়নের হাবিব পাড়ার মোঃ ইউনুছের মেয়ে শামীনারা বেগম (৩৬) কে আটক করা হয়।

কক্সবাজারের সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক মঙ্গলবার দুপুরে উক্ত তথ্য নিশ্চিত করেন। র‌্যাব সুত্রে জানা যায়, টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ছোট হাবিব পাড়া এলাকায় কতিপয় কিছু মাদক কারবারি বিপুল পরিমান ইয়াবাসহ অবস্থানের খবর মেলে। করছে।

ওই সংবাদে সোমবার বিকালে জনৈক হাসিনার বসত বাড়িতে র‌্যাব-১৫, সিপিসি-১, (টেকনাফ ক্যাম্প) এর ওই স্থানে অভিযান চালায়। অভিযানকালে হাসিনার মায়ের বসত বাড়ীর টিন সেড বিল্ডিং এর ভিতর থেকে ইসমত আরা, মোঃ আবদুর রহিম ও শামীনারা বেগমসহ তিনজন মাদক কারবারীকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

অভিযানকালে ধৃতদের একজন সহযোগী মোঃ হাসান (২৪) নামে উক্ত স্থান হতে দৌড়ে পালিয়ে যায়। র‌্যাবের ওই কর্মকর্তা জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার, হ্নীলা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন