টেকনাফে ৪৪ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেফতার


টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুইজন পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফর পর্যটক মোড় সংলগ্ন পুরাতন মেরিন ড্রাইভ রোড এর জাফর চেয়ারম্যানের বাড়ী সংলগ্ন এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ইয়াবাসহ পাচারকারীকে আটক করা হয়।
বিজিন সূত্রে জানা যায়, টেকনাফ হতে কক্সবাজারগামী একটি প্রাইভেট-কার (চট্টমেট্রো-গ-১৫-২১৩৯)-এর গতিরোধ করে তল্লাশী অভিযান পরিচালনা করেন। এসময় প্রাইভেট-কারে থাকা যাত্রীদের সন্দেহজনক আচরণ ও গতিবিধির কারণে গাড়ীর অভ্যন্তরে তল্লাশী শুরু করে।
তল্লাশীর প্রাক্কালে প্রাইভেট-কারের অভ্যন্তরে ২টি গ্যাস সিলিন্ডার দেখতে পায়। এর মধ্যে একটি গ্যাস সিলিন্ডার সন্দেহজনক হওয়ায় গ্যাস সিলিন্ডারটি স্থানীয় লেদ মেশিনের দোকানে নিয়ে কাটা হলে গ্যাস সিলিন্ডারের ভিতরে অভিনব কায়দায় রক্ষিত ৪৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং পাচারকারীকে ঘটনাস্থলেই আটক করা হয়
ধৃত পাচারকারী হচ্ছে টেকনাফ উপজেলা উত্তর লম্বরির মৃত মোহাম্মদ আব্দুল্লাহর পুত্র মোঃ ইয়াসিন (৩৯) ও ছোট হাবীব পাড়া (প্রকাশ কেতিরবিল) এর আবু সামাদের পুত্র রহমত আলী (২৯)।
অধিনায়ক লে. কর্ণেল মো. আশিকুর রহমান জানান, সফল মাদকবিরোধী বিশেষ অভিযানটি সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবির কঠোর অবস্থানেরই প্রতিফলন। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।