থানচিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই


বান্দরবানে থানচিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারে ১৩টি দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে।গতকাল শনিবার ( ২৫ অক্টোবর ) দিবাগত-রাত দুটায় বলিবাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,গভীর রাতে বাজারের অমলের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে একে একে ছড়িয়ে পড়লে ১১টি দোকানপাট পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছালে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই নিয়ে প্রায় দুইবার ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে বলিবাজারে ক্ষুদ্র ব্যবসায়ীরা।
দুটি দোকানের মালিক সাবেক মহিলা ইউপি সদস্য মাসিং উ মারমা। তার দুটি দোকান ছিল। তার দুটি প্রতিষ্ঠান ও পুড়ে গেছে। পরশু তার ছেলে বিয়ে। সবকিছু হারিয়ে তিনি এখন দিশেহারা ।
তিনি বলেন, আমার সবশেষ। তিলে তিলে গড়া দুটো স্বপ্নের দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করতে পারেনি।
স্থানীয় বাসিন্দা ইসলাম বলেন, রাত দুইটায় একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হলে প্রায় ১৩টি দোকানপাট ও বসতঘর পুড়ে যায়।
থানচি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা বলেন, রাতে একটি চায়ের দোকানদার চুলা উপরে লাকড়ি শুকাতে দিয়েছিল। সেই লাকড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে ১৩টি দোকানপাট পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন ।

















