দীপেন দেওয়ানের সমর্থনে রাঙামাটিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

fec-image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) মনোনীত ২৯৯ নং রাঙামাটি আসনে প্রার্থী এ্যাড.দীপেন দেওয়ান এর সমর্থনে বাঘাইছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা বিএনপির আওতাধীন সব ইউনিয়ন ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম-এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী। সভায় আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারি, উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর সবুর, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম।

এসময় দলটির বিভিন্ন ইউনিয়ন, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে স্থানীয় পর্যায়ের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী কর্মপরিকল্পনা এবং সংগঠনগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনীতিতে বিশ্বাসী, আগামী দিনের রাজনৈতিক লড়াই হবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক, তৃণমূলের অংশগ্রহণই বিএনপির প্রকৃত শক্তি, এ লক্ষ্য অর্জনে তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকা এখন সবচেয়ে জরুরি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন