দীর্ঘ ৯ বছর পর চালু হচ্ছে দীঘিনালার কবাখালী বাজার

fec-image

"বাজার চালু হলে সকল সম্প্রদায় উপকৃত হবে"

দীর্ঘ ৯ বছর পর উপজেলা জোন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে চালু হচ্ছে দীঘিনালার কবাখালী বাজার। সোমবার থেকে দীঘিনালার কবাখালী বাজার চালুর লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে দীঘিনালা জোন এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তৌহিদুল ইসলাম।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম, উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মিসেস সীমা দেওয়ান, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব, বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জাহাঙ্গীর হোসেন, উপজেলা ইউপিডিএফ (গনতন্ত্র) সমন্বয়ক জনপ্রিয় চাকমা, বোয়ালখালী ও দীঘিনালা বাজার চৌধুরী জেসমিন চাকমা, দীঘিনালা হেডম্যান এসোসিয়েশন এর সভাপতি প্রান্তর চাকমা প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বাজারের মাধ্যমে উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নির্ধারিত হয়। কিন্তু কবাখালী বাজার দীর্ঘদিন বন্ধ থাকায় স্থানীয় সাধারণ লোকজন ন্যায্য মূল্য পায়নি। তাই বাজার চালু হলে সকল সম্প্রদায় উপকৃত হবে।

উল্লেখ্য গত ১৪ ডিসেম্বর ২০১১সনে কবাখালী বাজার এলাকায় চিগুন মিলা এক পাহাড়ি নারী নিহতের পর থেকে স্থানীয় পাহাড়ি নিরাপত্তা হীনতার কারণে বাজার বর্জন করে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন