নাইক্ষ্যংছড়িতে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা প্রদান বিজিবির

fec-image

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলায় “সীমান্তের অতন্দ্র প্রহরী” বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর উদ্যোগে সীমান্ত অঞ্চলে বসবাসরত অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় সীমান্ত অঞ্চলে বসবাসরত অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা। করেন নাইক্ষ্যংছড়ি জোন ১১ বিজিবি।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ বিজিবির অধিনায়ক লেঃ, কর্নেল এস. কে. এম. কফিল উদ্দীন কায়েস। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি জনগণের কল্যাণে এবং সামাজিক সম্প্রীতি রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সীমান্ত এলাকায় বসবাসরত দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন ও পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে।”

এসময় উপস্থিত ছিলেন ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিক ইকবাল, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মুক্তাদির, সহকারী পরিচালক আল-আমিনসহ বিজিবির অন্যান্য পদস্থ কর্মকর্তা।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক,  গণমাধ্যম কর্মী  গণ্যমান্য ব্যক্তি, হেডম্যান, কারবারী সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বিজিবির এই মানবিক ও সামাজিক উদ্যোগের প্রশংসা করে বলেন,“এই ধরনের কর্মসূচি সীমান্ত অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করবে।”

অনুষ্ঠান শেষে বিজিবি সদস্যরা উপস্থিত অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সীমান্ত এলাকার সার্বিক উন্নয়ন, মানবিক সহায়তা ও শান্তি-সম্প্রীতি বজায় রাখতে তাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন