নাইক্ষ্যংছড়িতে সিএনজি-হোন্ডা মুখোমুখি সংঘর্ষে আহত ৯


বান্দরবানের নাইক্ষ্যংছড়ির লেবুছড়ি সড়কের ডলুঝিরি আগা নামক স্থানে সিএনজি ও হোন্ডার মুখোমুখি সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। আহত সিএনজি চালক ফুরকান, কচ্ছপিয়া পশ্চিম তিতার গ্রামের বাসিন্দা। বাকী আহতদের নাম জানা যায়নি। তবে, সকলেই কক্সবাজার ও রামুর বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) বান্দরবানের নাইক্ষ্যংছড়ির লেবুছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। সিএনজি চালক ফুরকান আহমদ জানান, তিনি সড়কের গর্জনিয়া বাজার থেকে দোছড়ি ইউনিয়নের লেবুছড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। হঠাৎ পূর্ব দিক থেকে এক কিশোর নতুন মটরবাইক নিয়ে এসে তাকে জোরে ধাক্কা দেয়। এ সময় সড়কের দু’পাশে দুটি গাড়ি পড়ে যায়, যার ফলে যাত্রীরা চাপা পড়ে। লোকজন এসে তাদের ৯ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাদের সর্বশেষ অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মটরবাইক চালকের বাড়ি লেবুছড়ির বাহির মাঠ মুস্কফিজের ছেলে।
প্রত্যক্ষদর্শী শফিক আহমদ ও ছৈয়াদ আলম জানান, মূলত সড়কের ভাঙা অংশে সাইট নিতে গিয়ে দুটি ছোট যান সংঘর্ষে লিপ্ত হয়। সড়কটি ছিলো আঁকা-বাঁকা এবং খানাখন্দে পূর্ণ, যার কারণে বারবার দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য, বান্দরবানের সবচেয়ে দক্ষিণাঞ্চলের সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়ি। এই উপজেলার সীমান্ত সড়কগুলো সরু ও ভঙ্গুর হওয়ায় সীমান্তরক্ষী ও যাত্রীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। বিশেষ করে, দোছড়ি ইউনিয়নে চলাচলের একমাত্র বাহন মটরবাইক ও সিএনজিগুলো দুর্ঘটনায় পড়ছে সড়কের নাজুক অবস্থার কারণে। তাই এই সড়কসহ সংযুক্ত সড়কগুলোর দ্রুত সংস্কারের জন্য সর্বমহল থেকে জোর দাবি উঠেছে।
















