নারী ক্রিকেট লিগের সূচি প্রকাশ, সেন্ট্রাল জোনে রাঙামাটির লেকি চাকমা

fec-image

নারী ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ফরম্যাটের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চারটি আলাদা জোনে ভাগ হয়ে এই টুর্নামেন্টে অংশ নেবেন দেশের শীর্ষ নারী ক্রিকেটাররা। জোন চারটি হলো- সেন্ট্রাল জোন, ইস্ট জোন, নর্থ জোন ও সাউথ জোন।

সেন্ট্রাল জোনে চান্স পেয়েছেন রাঙামাটির মেয়ে লেকি চাকমা। যা পার্বত্য জেলা রাঙামাটির ক্রিকেট ইতিহাসে আরেক গৌরবময় দৃষ্টান্ত।

সেন্ট্রাল জোন দলের নেতৃত্বে থাকছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। লেকি চাকমা ছাড়াও এই দলের বাকি খেলোয়াড়রা হলেন- ইশমা তানজিম, দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা, রিতু মনি, সাবিকুন্নাহার জেসমিন, সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, জান্নাতুল মাওয়া, আনিসা আক্তার সোবা, ইভা, সুবর্ণা কর্মকার, তমালিকা সুমনা।

জানা যায়, প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী ডিভিশনাল স্টেডিয়ামে। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে, তবে একদিন খেলা হলে পরদিন থাকবে বিরতি। টুর্নামেন্ট দুটো রাউন্ডে অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডটি ১৫-২০ তারিখ পর্যন্ত চলবে। প্রতিদিন দুটো করে ম্যাচ হবে। তবে যেদিন খেলা হবে তার পরের দিন বিরতি থাকবে। দ্বিতীয় রাউন্ড চলবে ২০-২৫ তারিখ পর্যন্ত। খেলা একই নিয়মে চলবে। কোনো সেমিফাইনাল-ফাইনাল থাকছে না। সর্বোচ্চ পয়েন্টধারী দল শিরোপা জিতবে।

বিসিবি সূত্রে এ বিষয়ে আরো জানা যায়, ইস্ট জোনের অধিনায়ক ফাহিমা খাতুন। দলের বাকি খেলোয়াড়রা হলেন- স্বর্ণা আক্তার, রুবাইয়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি, সাথী রানী, ফাতেমা জাহান সোনিয়া, তাজ নেহার, ফুয়ারা বেগম, উন্নতি আক্তার, মুর্শিদা খাতুন, হালিমাতুল সাদিয়া, আশরাফি ইয়াসমিন, মুমতাহিনা হাসনাত, সুমি আক্তার।

নর্থ জোনের নেতৃত্বে আছেন সোবহানা মুস্তারি। দলের বাকি খেলোয়াড়রা হলেন- শামিমা সুলতানা, সানজিদা আক্তার মেঘলা, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা, ইয়াসমিন, শরিফা খাতুন, শারমিন সুলতানা, ইরা, দিশা বিশ্বাস, মেহেরুন নেসা, লাকি খাতুন, ফারজানা আক্তার লিসা, পূজা চক্রবর্তী, নুসরাত জাহান।

সাউথ জোনে রাবেয়া খানের নেতৃত্বাধীন খেলবেন মারুফা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, সুলতানা খাতুন, লতা মন্ডল, ফারজানা হক, মিষ্টি রানী, ফাতেমা আক্তার ইতি, ফাহমিদা ছোয়া, দিপা খাতুন, আয়েশা আক্তার, লিমা খাতুন, শিবানী রানী।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন