পেকুয়ার মগনামা-কুতুবদিয়া চ্যানেলে ভ্রাম্যমান আদালতের জরিমানা

fec-image

মৎস্য অধিদপ্তরের আইন অমান্য করে সাগরে নৌকা নিয়ে জাল ফেলে মাছ ধরার অপরাধে ৬টি নৌকা, ৩ শত কেজি বিভিন্ন প্রজাতির মাছ, ২৮ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল জব্দ, ৬ জনকে জন প্রতি ২ হাজার টাকা করে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।

২৭ অক্টোবর (মঙ্গলবার ) সকাল ৮টা থেকে দুপুর ২.৩০ টা পর্যন্ত এ অভিযান চলে।

মৎস্য সপ্তাহের আওতায় এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাছেম বিল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন, কোস্ট গার্ড ও পেকুয়া থানার পুলিশ।

জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে দেয় এবং নৌকাগুলি স্থানীয় মেম্বার নুর মোহাম্মদের জিম্মায় দেওয়া হয় ও জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন