প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে সাইকেলের সেই স্মৃতি আজও মনে পড়ে : রিনা খান

fec-image

ঢাকাই সিনেমার দাপুটে খল অভিনেত্রী রিনা খান। ব্যক্তিগত জীবনে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এ কারণে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে হয়রানির শিকার হয়েছেন এই অভিনেত্রী। তার ছেলের বিরুদ্ধে মামলাও করেছে আওয়ামী লীগের লোকজন। এ নিয়ে একাধিকবার কথা বলেছেন রিনা খান।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান রিনা খানকে একটি সাইকেল উপহার দিয়েছিলেন। সেই স্মৃতি তার হৃদয়ে এখনো ঝলমলে। একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান রিনা খান।

রিনা খান বলেন, “আমি তখন স্কুলে পড়ি। মিরপুর শাহ আলিতে আমাদের বাড়ি। সবরকম খেলাধুলাতে অংশ নিই। বিশেষ করে আমি সাইক্লিস্ট ছিলাম। ১৯৭৮ সালের কথা। বাংলাদেশ অলিম্পিকের আয়োজন সাইক্লিং প্রতিযোগিতায় প্রথম হই। তখন আমাদের বঙ্গভবনে ডাকা হয়। সেখানে গেলাম। দেখা হলো, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে।”

পরের ঘটনা বর্ণনা করে রিনা খান বলেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে বললেন, ‘খুকি তুমি কী চাও?’ আমি সাইক্লিং করি, কিন্তু আমার ভালো একটা সাইকেল নেই। আমি বললাম, আমি একটা সাইকেল চাই। তিনি বললেন, ‘ঠিক আছে তোমাকে ভালো সাইকেল দেব।’ এরপর জাপান থেকে ৬টা সাইকেল আনা হয়। সেখান থেকে আমাকে একটা সাইকেল উপহার দেন। প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে সাইকেলের সেই স্মৃতি আজও মনে পড়ে।

১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রিনা খানের চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে। তিনি মূলত খলচরিত্রে অভিনয় করেন। খল চরিত্র ছাড়াও বিভিন্ন চরিত্রেও দেখা গিয়েছে তাকে। বর্তমানে ছোট পর্দায় কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন