বঙ্গোপসাগরে ৭ ফিশিং ট্রলারে ডাকাতি

ডাকাতি

স্টাফ রিপোর্টার :

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকুলবর্তী এলাকায় ৭টি ফিশিং ট্রলারে ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় জলদস্যুরা ট্রলারের ৫ লাখ টাকার মাছ ও মালামাল লুট করে নেয়।

মঙ্গলবার ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন মোহনায় এ ডাকাতি সংঘটিত হয়।

কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীন জানিয়েছেন, তাদের সমিতির সদস্য ফজল করিম, মোহাম্মদ আলম, আবু বক্কর, নুরুল আবছার, মোহাম্মদ আলী, শামশুল আলম ও ওসমান গনি টুলুর মালিকাধিন ফিশিং ট্রলার মাছ ধরতে গিয়ে জলদস্যূদের কবলে পড়ে। এসময় ৭টি ট্রলার থেকে লুট করা হয় ৫ লাখ টাকার মাছ ও মালামাল। জলদস্যূদের মারধরে আহত হয়েছেন এসব ট্রলারের ৮ মাঝি মাল্লা।

কক্সবাজার মৎস্য ব্যবসায়ী ঐক্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক জানে আলম পুতু জানিয়েছেন, এ ব্যাপারে তিনি বাদী হয়ে কক্সবাজার সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন