বাঘাইছড়িতে সন্ত্রাসীদের দু’গ্রুপের গুলি বিনিময়

fec-image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ি দু’টি সশস্ত্র গ্রুপের মধ্যে গুলিবিনময়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের জীপতলীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাঘাইছড়ি ইউনিয়নের জীবতলীস্থ মেজর আখতারুজ্জামান ব্রীজ সংলগ্ন এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস ও সংস্কারপন্থী এমএন লারমাপন্থী জেএসএস এর মধ্যে এই গুলি বিনিময় হচ্ছে বলে নিরাপত্তা বাহিনী ও এলাকাবাসী সূত্রে জানাগেছে। দু’টি গ্রুপ কয়েকশো রাউন্ড গুলি বিনময় করেছে বলে জানা গেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মনজুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এখনো পর্যন্ত উভয় পক্ষের মাঝে গুলি বিনিময় চলছে।

এদিকে ঘটনার পরপরই মারিশ্যা বিজিবি জোন থেকে কয়েক জীপ বিজিবি সদস্য ঘটনাস্থলে রওয়ানা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন