বান্দরবানের রুমা থানার নির্মাণাধীন পানির ট্যাংকে দুই শ্রমিকের মৃত্যু

Bandarban news 24.8.2013

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানের রুমা থানার নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকের ভিতরে কাজ করতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মিৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টায় থানার  নির্মানাধীন ভবনের পাশে পানির ট্যাংকে স্যাটারিং এর কাজ করতে ভিতরে নামলে দুই শ্রমিকের মিৃত্যু হয়। মৃত শ্রমিকরা হল মো. কামাল হোসেন (৩৫) ও মো. হেমায়েদ মিয়া (২২)। এদের গ্রামের বাড়ি পটুয়াখালীর দশমিনা থানার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা। অস্থায়ী ভাবে জেলা শহরের আর্মি পাড়ায় বসবাস করত।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, শ্রমিকদের ভাষ্যমতে, নির্মানাধীন পানির ট্যাংকে প্রথমে শ্রমিক হেমায়েদ মিয়া নেমে কিছুক্ষন পর ভিতর থেকে চিৎকার দিয়ে তাকে বাঁচাতে অপর জনকে ডাকদেয়। পরে তাকে উদ্ধার করতে কামাল হোসেন পানির ট্যাংকের ভিতরে নামে। সেও ভিতরে যাওয়ার পর কোন সাড়া শব্দ না পেয়ে তাদের উদ্ধার করতে শ্রমিক রাশেদ (২১) নামার চেষ্টা করে। অর্ধেক নেমে সে আবার উপরে উঠে আসে। নিচে নামতে গিয়ে শরীর কেমন যেন ভারি ভারি লাগছিল তার। এজন্য পুরোপুরি ভিতরে না নেমে উঠে আসছেন বলে শ্রমিক রাশেদ জানিয়েছেন।

খবর পেয়ে দুপুরে বান্দরবান ফায়ার সাভিস সহকারি পরিচালক আব্দুর সাত্তার মন্ডলের নেতৃত্বে পানি ট্যাংক থেকে লাশ দুইটি উদ্ধার করা হয়। সহকারি পরিচালক মন্ডল জানান, ট্যাংকের ভিতরে অক্সিজেন্টের অভাবে দুই শ্রমিক শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। পরে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে লাশ দুইটি পাঠিয়ে দেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন