বান্দরবানে চিকিৎসক, ব্যাংকারসহ আরো ২০ জন করোনা আক্রান্ত, মোট ৩৩২জন

fec-image

করোনা সংক্রমণের ১১৪তম দিনে বান্দরবানে আরো ২০ জন পজেটিভ হয়েছে।

রবিবার (২৮জুন) প্রাপ্ত টেস্ট রিপোর্টে আসা আক্রান্ত ২০জনসহ এই পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৩২জনে।

গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ১০৬টি টেস্ট করা হয়। যার মধ্যে সদরে ১১জন, লামায় ৫জন ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় ৪জনসহ মোট ২০জন পজেটিভ এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সিভিল সার্জন অংসুই প্রু মারমা।

বান্দরবান জেলা সদরে আক্রান্তরা হলেন- বিথী তঞ্চঙ্গ্যা, প্রভাত কান্তি বিশ্বাস, রাজু দাশ, মো: শহিদ, মো: জনি, বিষু কুমার বড়ুয়া, সুমন বড়ুয়া, ইমন হোসাইন, রোকসানা আক্তার, সঞ্জিত তঞ্চঙ্গ্যা, অনিকা তঞ্চঙ্গ্যা।

নাইক্ষ্যংছড়ি উপজেলায় আক্রান্তরা হলেন- নুরুল আমিন, এসএম সোবাইয়েত হোসেন, মোহাম্মদ আমিন, কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার মো: শিহাব উদ্দিন। এদের মধ্যে সোবাইয়েত হোসেন সোনালী ব্যাংকের ম্যানেজার। তিনি ফলোয়াপ টেস্টেও করোনা পজেটিভ হয়েছেন।

অন্যদিকে লামা উপজেলায় আক্রান্তরা হলেন- ডাক্তার আসিফ বিন রশিদ, মামুন সিকদার, মো. আরিফ।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এই পর্যন্ত জেলায় ২হাজার ৯২৭জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

তারমধ্যে সদরের বনরূপা পাড়া ও ঘুমধুম ইউনিয়নে ১জনসহ মোট ২জন মারা গেছেন। এছাড়া ইতোপূর্বে জেলায় ১৭জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হন।

উল্লেখ্য, ২৭জুন জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ১৭জন। এর মধ্যে সদরে ১৫ এবং রোয়াংছড়িতে ২ জন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন