বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান : ফখরুল


দু একদিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১৮ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।
রবিবার সন্ধ্যায় সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচন নিয়ে মিডিয়ায় কেউ কেউ আশঙ্কার কথা বললেও দল হিসেবে বিএনপি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা বোধ করে না। নির্বাচন তার পথে এগিয়ে চলেছে। সবার সহযোগিতায় কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে। এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, মানুষ এতদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার তারা ভোটাধিকার ফিরে পেয়েছে।
সভায় মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আজ আমি সিলেটে এসে দুই ওলি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করে দোয়া চেয়েছি। সিলেট থেকে বিএনপি নির্বাচনী প্রচারণাও শুরু করবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দু’একদিনের মধ্যে দলের চেয়ারম্যান পদে অধিষ্ঠিত করা হবে।
ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে রাজকীয়ভাবে প্রস্থান করেছেন। যে গণতান্ত্রিক বাংলাদেশ ছিল খালেদা জিয়ার স্বপ্ন, আগামীতে সেটি গঠিত হবে বলে আমি আশাবাদী।
তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, আসুন যে সুযোগ পেয়েছি, তা কাজে লাগাই। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলতে হয়, সংসদকে গণতান্ত্রিক করতে হয়, আশা করি এবার সেটা হবে।
মব সহিংসতা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, মবোক্রেসি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। এটা থেকে বের হতে হবে।
মতবিনিময়সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-৩ আসনের প্রার্থী এমএ মালিক, সিলেট-৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।

















