বিজিবি’র কক্সবাজার সদর দফতরে বিস্ফোরণ: বিজিবি’র ১১ সদস্য আহত

Untitled-3

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
বিজিবি’র কক্সবাজার সদর দফতরে বিস্ফোরণে আহত হয়েছেন বিজিবি’র ১১ সদস্য। এ ঘটনার সময় খুব নিকটেই ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজিবি’র মহাপরিচালকসহ অনেক সিনিয়র কর্মকর্তা।
আজ রোববার দুপুরে বিজিবি’র কক্সবাজার সদর দফতরে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিজিবি’র সদস্য হাবিবুর রহমান হাবিব, ফয়েজুল কবির, বেলায়েত হোসেন, মিলন কান্তি, জাহিদ, আশরাফুল ইসলাম, আদনান, আলিম, বিপ্লব, হালিম ও আনিসকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরো কয়েকজন সামান্য আহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন বৈশাখী টিভির ক্যামেরাম্যান জসীম উদ্দিনও।

বিজিবি’র দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রোববার দুপুর ১ টার দিকে বিজিবি’র কক্সবাজার সদর দফতরের মাঠে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মদ, চট্রগ্রাম দক্ষিন-পূর্ব বিজিবির কমন্ডার বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ আহমদ আলী, চট্রগ্রাম জোন কমান্ডার মেজর জিয়া, কক্সবাজারস্থ সেক্টর কমন্ডার কর্ণেল খন্দকার ফরিদ হাসান অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে বিপুল ইয়াবা সহ বিভিন্ন প্রকার মাদক দ্রব্য নষ্ট করার প্রক্রিয়া শুরু হয়। ওই সময় মজুদ করা ইয়াবায় কেরোসিন ঢেলে আগুন দেয়ার সাথে সাথে বিকট শব্দ বিস্ফোরণ হয়। এসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজিবি’র মহাপরিচালক সহ অন্যান্যরা কর্মকর্তারা পেছনে সরে গেলেও আহত হন বিজিবি’র ১১ সদস্য।  আহতদের দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এ ঘটনায় আহতদের দেখতে কক্সবাজার সদর হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন