ভলিবল চ্যাম্পিয়নশিপে কিরগিজস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

fec-image

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ মেন্স আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে ফাইনালে বাংলাদেশ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-২ সেটে কিরগিজস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

প্রথম সেট জিতে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু পরের সেটে মেঘ জমতে থাকে। টানা দুই সেট জিতে কিরগিজস্তান স্বাগতিকদের ব্যাকফুটে ফেলে দেয়।

বাংলাদেশের জন্য ম্যাচে ফেরাটা বেশ কঠিন হয়ে পড়ে। মেঘ সরিয়ে চতুর্থ সেট জিতে আলিপোর আরজীর দল ঠিকই লড়াই জমিয়ে ফেলে। শেষ সেটে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে ওঠে। শেষপর্যন্ত বিজয়ের পতাকা উড়িয়েছে বাংলাদেশই।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী স্টেডিয়ামে সোমবার (২৬ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ প্রথম সেট জিতে নেয় ২৫-১৮ পয়েন্টে। কিরগিজরা শক্তি দেখিয়ে পরের দুই সেট জিতে এগিয়ে যায়। ২৫-১৫ ও ২৫-২২ পয়েন্টে বাংলাদেশ হার মানে। চতুর্থ সেটে বাংলাদেশ ২৫-১৯ পয়েন্টে জিতে সমতায় ফেরে। শেষ সেটটি আরও জমে ওঠে। একপর্যায়ে এগিয়ে থেকে কিরগিজরা ১২-১২ পয়েন্টে সমতায় ফেরে। তবে শেষের দিকে এসে সজীব-সুজনরা চমক দেখান। সমানে সমান ম্যাচ চলাকালীন ১৮-১৬ পয়েন্টে জয় নিশ্চিত করে।

সুজন প্রতিপক্ষের আক্রমণ ব্লক করে দিয়ে স্বাগতিকদের আনন্দে ভাসান। এর আগে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে নেপালকে ৩-২ সেটে উড়িয়ে দিয়েছে শ্রীলংকা।

নেপালের বিপক্ষে প্রথম সেটে ২৫-২২ হারে শ্রীলঙ্কা, দ্বিতীয় সেট (২৫-১৯) ও তৃতীয় সেট (২৫-১৯) টানা জিতে নেয় লঙ্কানরা। চতুর্থ সেটে ঘুরে দাঁড়িয়ে (২৫-২০) জয় তুলে নেয় নেপাল। তবে পঞ্চম সেটে (১৫-১০) পয়েন্টে নেপালকে হারিয়ে তৃতীয় হয় শ্রীলঙ্কা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন