ভারতের নতুন সেনাপ্রধান দলবীর সিং

P1_indian-army-chief
 
আন্তর্জাতিক ডেস্ক:

ভারতীয় সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে ভাইস চিফ লে. জে. দলবীর সিং সুহাগের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল সেনাপ্রধান হিসেবে তার নাম ঘোষণা করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিজেপির তীব্র বিরোধিতা সত্ত্বেও শেষ সময়ে নতুন সেনাপ্রধান নিয়োগ দিল কংগ্রেস নেতৃত্বাধীন সরকার।
 
কংগ্রেসের উচ্চ পর্যায়ের নেতারা এমনকি ভারতের প্রধানমন্ত্রী ও দলটির প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী সোমবার সন্ধ্যায় ভারতীয় সেনাবাহিনীর জন্য নতুন সেনাপ্রধান নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেন। দেশটির সদ্যবিদায়ী সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং ৩১ জুলাই অবসরে যাওয়ার কথা থাকায় কংগ্রেস এ সিদ্ধান্ত নিল।
 
নিয়ম অনুযায়ী সেনাপ্রধান অবসরে যাওয়ার দু’মাস আগেই নতুন সেনাপ্রধান নিয়োগ দিতে পারে সরকার।
বিজেপি বিরোধিতা করলেও দেশটির নির্বাচন কমিশন জানায়, সরকার চাইলে নিজের মেয়াদ পর্যন্ত নতুন সেনাপ্রধান নির্বাচন করতে পারে।
 
অপরদিকে বিজেপির আপত্তি, শেষ সময়ে এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার অধিকার বর্তমান সরকারের নেই।
Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দলবীর সিং, ভারতীয় সেনাপ্রধান, ভারতের সেনাপ্রধান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন