ভারতের সঙ্গে সম্পর্কেও বাংলাদেশের স্বার্থ আগে: তারেক রহমান

fec-image

ভারতের সঙ্গে সম্পর্কের প্রশ্নে‘বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, ভারতের সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে দেশে যে সমালোচনা রয়েছে, তার প্রেক্ষিতে বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে। জবাবে তারেক রহমান বলেন, “সবার আগে বাংলাদেশ। আপনি পার্টিকুলার একটি দেশের কথা বলেছেন, কিন্তু এখানে বিষয় হলো আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখব, আমার দেশের স্বার্থ দেখব।”

“আমরা আমাদের পানির হিস্যা চাই” ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে সীমান্ত হত্যা ও পানির ন্যায্য হিস্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “অবশ্যই আমি আমার পানির হিস্যা চাই। অবশ্যই আমি দেখতে চাই না যে, আরেক ফেলানী ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নেব না।”

তিনি আরও বলেন, “দু’টি উদাহরণ দিয়ে আমি বোঝাতে চেয়েছি আমাদের অবস্থান কী হবে। আমরা আমাদের ন্যায্য হিস্যা চাই, দেশের মানুষের হিস্যা চাই। আমার দেশের মানুষের ওপর আঘাত এলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

বিএনপির দৃষ্টিভঙ্গি গত এক বছরে বাংলাদেশ-ভারত সম্পর্কে শীতলতা এসেছে কি না এমন প্রশ্নে তারেক রহমান বলেন, “এখন তারা যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে, তাদের সঙ্গে শীতল থাকবে। সুতরাং, আমাকে আমার দেশের মানুষের সঙ্গে থাকতে হবে।”

তিনি স্পষ্ট করেন, সম্পর্কের প্রশ্নে ভারত বা অন্য কোনো দেশ নয়, বিএনপির মূল লক্ষ্য থাকবে বাংলাদেশ ও তার জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: তারেক রহমান, বিবিসি বাংলা, ভারত সম্পর্ক
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন