মহিলা টি-২০ বিশ্বকাপ টূর্ণামেন্টের ভেন্যু ফিরিয়ে দেয়ার দাবীতে কক্সবাজারে অবস্থান ধর্মঘট: ৭ নভেম্বর প্রতিকী অনশন

DSC_0592

আবদুল্লাহ নয়ন, কক্সবাজার:
২০১৪ সালে অনুষ্ঠিতব্য মহিলা টি-২০ বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের কক্সবাজার ভেন্যু বাতিল করার প্রতিবাদে সোমবার সকালে কক্সবাজার শহরে দীর্ঘ র‌্যালী করেছে কক্সবাজার বাঁচাও আন্দোলনসহ বেশকিছু সংগঠন। বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি র‌্যালী এসে জড়ো হয় কক্সবাজারে নবনির্মিত শেখ রাসেল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জড়ো হয়। পরে আন্দোলনকারীরা ক্রিকেট স্টেডিয়ামে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন করে।

এসময় বক্তব্য রাখেন, কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন, কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, প্রবীণ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, ডেইলি স্টারের কক্সবাজার করসপন্ডেন্ট মুহাম্মদ আলী জিন্নাত, কক্সবাজার বাঁচাও আন্দোলনে সাধারণ সম্পাদক এডভোকেট আয়াছুর রহমান, ঝাউতলা সৈকত ক্রীড়া সংঘের সভাপতি আজমল হুদা প্রমুখ।

এসবের পাশাপাশিও অবস্থান ধর্মঘটে জেলা ক্রীড়া সংস্থা, কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী, কক্সবাজার পৌরসভা, ঝাউতলা সৈকত ক্রীড়া সংঘ, কক্সবাজার ক্রিকেট একাডেমী, কক্সবাজার ক্রিকেট স্কুল, সৈকত বালিকা বিদ্যালয়, কক্সবাজার প্রি-ক্যাডেট মডেল হাই স্কুল, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী, কক্সবাজার ক্রিকেট খেলোয়াড় সমিতি, কক্সবাজার আম্পায়ার্স এসোসিয়েশন, কক্সবাজার বাঁচাও আন্দোলনসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও এনজিও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

অবস্থান ধর্মঘট থেকে ঘোষনা দেয়া হয়, কক্সবাজারে ভেন্যু পুনরায় দেয়ার দাবীতে আগামী ৭ নভেম্বর কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রতিকী অনশন পালন করবে ক্রীড়ামোদী সহ জেলা সর্বস্তরের জনসাধারণ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন